1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

কমলেই ভরসা সদর-ঈদগাহ-রামু আসনে

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২১১ ভিউ সময়

আব্দুর রহমান, রামু:

রামু কক্সবাজার সদর ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদ নির্বাচনী এলাকা কক্সবাজার-৩। ঘোষিত হলে ১২ তম জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর তপশীল। দুটি আসন ছাড়া ইতিমধ্যে ২৯৮ টি আসনে মনোনয়ন নিশ্চিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। কক্সবাজার -৩ আসনে আবারও মনোনয়ন নিশ্চিত করেছেন আওয়ামীলীগের বিশ্বস্ততার প্রতীক দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য ও আস্তার স্থান বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপির উপর। এ মুহুর্তে এমপি কমলের বিকল্প নেই এখানে তা বুঝতে সক্ষম হয়েছে বলেই চতুর্থ বারের মতো মনোনয়ন দিল আওয়ামিলীগ। কমল আওয়ামীলীগ সহ সব দল মতের উর্ধে উঠে সবারই ভালবাসার পাত্র। এলাকার উন্নয়নের ধারা, সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাক তার চিরন্তম নিয়মে আছে। আওয়ামিলীগ বড় দল, এ দলে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকবে স্বাভাবিক। দিন শেষ সবাই নৌকাতেই উঠে পড়বে এমন প্রত্যাশা সকলের। আর এমনটি হলে পরপর তিন বারের মতো এমপি হতে যাচ্ছে সাইমুম সরওয়ার কমল। তার একান্ত প্রচেষ্টা মমতাময়ী প্রধানমন্ত্রীর বদান্যতায় মরুভূমিকে স্বপ্নের সাজানো সুদর পরিকল্পিত আধুনিক দৃষ্টি নন্দন কক্সবাজারে রুপ দিতে অনেকটা সক্ষম হয়েছেন।যা কল্পনাকে হার মানায়।সদর উপজেলা থেকে ঈদগাঁও উপজেলা সৃষ্টি সহ অনেক অব কাঠামো রাস্তা ব্রীজ কালভার্ট ও জনগণের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি ভেদাভেদ দুর করে নজির স্হাপন করেছেন। রামু উপজেলায় দৃষ্টি নন্দন বাঁকখালী সেতু যা চাকমার কুল রাজার কুল দক্ষিণ মিটাছড়ী ইউনিয়নের সেতু বন্ধন প্রায় ৫০ হাজর মানুষের চরম দুর্ভোগ থেকে মুক্তি এবং মেহনতী কেটে হাওয়া কৃষকের ন্যায্য অধিকার পিরে পাওয়া তার আরেকটি উন্নয়নের মাইল ফলক।রামু উপজেলায় এমন কোন ইউনিয়ন নেই তার ছোঁয়ায় আজ উন্নত জীবন যাপন করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনা।দুর্যোগে করুণায় যখন মানুষ পুত্র পিতার লাশ দাফন করতে যায় না।সেই কিন্তু নিজকে মৃত্যুর মুখে টেলে দিয়ে সকল সময় মানুষের পাশে ছিলন।আমি তাকে কর্মবীর বলে থাকি।আর কক্সবাজার সদর উপজেলার কথা তো বলা আরো নজির স্হাপন করেছেন।ভারুখালীর ব্রীজ রাস্তা কালভার্ট সহ সমাজের হীনমন্যতা দুর এবং জনগণের সেতু বন্ধন তার জলন্ত প্রমাণ।ঝিলংজা ইউনিয়ন পি এম খালী ইউনিয়নের প্রভুত্ব উন্নয়ন ও মানুষের দুয়ারে দুয়ারে যাথায়ত করে তাদের দুঃখ দুর্দশা লাগবের জোর প্রচেষ্টা অন্যান্য উদাহরণ।কস্তুরা ঘাটের ব্রীজ স্হাপন করে খুরুস্কুল ইউনিয়ন ঈদগাহ উপজেলা সহ সুদুর চকরিয়া হয়ে আনোয়ার উপজেলা যাওয়ার মত ব্যবস্হা হয়েছে।আন্তর্জাতিক বিমানবন্দর শত বছরের দাবী রেল লাইন আইকনিক দৃষ্টি নন্দন রেল ষ্টেশন যা এশিয়ায় বিরল তার নেতৃত্বের ফসল বলে মনে করি।বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান অকাতরে মানুষের কাছে যাওয়া সদালাপী মৃদু হাসি সব সময় মুখে লেগে থাকা তার নেতৃত্বের গুণাবলীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা সকলে ভাল বাসে। বিকেএসপি’র আঞ্চলিক কেন্দ্র রামুতে এনে খেলাধুলায় কক্সবাজারকে এগিয়ে নেয়ার পথ সৃষ্টি করেছে। আসুন সবাই কর্মবীর সাইমুম সরওয়ার কমল এমপিকে আবারও নির্বাচিত করে স্বপ্নের কক্সবাজার সাজাতে সহযোগিতা করি।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam