1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

কক্সবাজারে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৪ ভিউ সময়

 

রায়হান উদ্দিনঃ

দেশে বহুল প্রচারিত এবং পাঠক প্রিয় জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। বোধবার বিকেলে শহরের দিল্লি কিচেন রেস্টুরেন্টের ২য় তলায় কনফারেন্স রুমে বেলা ৩.৩০ টায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় দৈনিক ভোরের চেতনা পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে ও সদর প্রতিনিধি এ আর মোবারক হোছেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্টাফ রিপোর্টার ইফতেকারুল ইসলাম জুয়েল এবং রামু উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নোমান ও জেলা কোর্ট প্রতিনিধি রায়হান উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে অনুষ্ঠিত হয় ।উক্ত প্রতিষ্ঠা বাষির্কীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) জনাব জসীম উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা,উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম.ইকবাল বাহার, জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ উল্লাহ নূরী, দৈনিক মেহেদী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নাজিম উদ্দীন,দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার ব্যবস্থপনা সম্পাদক আমিনুল ইসলাম সাগর, দৈনিক গণসংযোগ পত্রিকার পরিচালনা সম্পাদক জাহেদ হােসেন ,দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার বার্তা সম্পাদক শাহ নেওয়াজ জিল্লু,দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক আয়াছ রনি,জাতীয় দৈনিক বসুন্ধরা পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাষ্টার মো: সেলিম,দৈনিক দৈনন্দিন পত্রিকার বার্তা সম্পাদক ইরফানুল হাসান,জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মুহিব উল্লাহ মুহিব,জাতীয় দৈনিক আমার সময় এর কক্সবাজার প্রতিনিধি সাহেদ আলম হিরু এসময় জাতীয় ও স্থানীয় পত্রিকার বিভিন্ন স্তরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এদিকে আমন্ত্রিত অতিথিরা দৈনিক ভোরের চেতনা পত্রিকা ২৫ বছরে পদার্পণ করায় পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নানা চড়াই-উৎরাই ও কন্টকাকীর্ণ পথ অতিক্রম করে ভোরের চেতনা আজ গণমানুষের মুখপাত্র পরিণত হয়েছে।সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বিগত মেয়াদে দেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যাপক সম্প্রসারণের মধ্য দিয়ে তথ্যনির্ভর সমাজ গঠনের পথ এগিয়ে নিচ্ছে সরকার। দেশে গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় দৈনিক ভোরের চেতনা অব্যাহত ভূমিকা প্রশংসার দাবিদার।দৈনিক ভোরের চেতনা পত্রিকাটি এখন সময়ে সাথে পাঠক প্রিয় হয়ে উঠেছে, আমরা আশাবাদী আগামীতেও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কক্সবাজারকে আরো পযর্টক বান্ধব করে তুলবে বিশ্বের কাছে। মোহাম্মদ শফিকুল ইসলামের সম্পাদনায় পত্রিকাটি দেশের এবং দশের অধিকার রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করবে।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam