1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

পূর্বশত্রুতার জের ধরে শহরের পেশকারপাড়া এলাকার সানিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ ভিউ সময়

বার্তা পরিবেশক:

শহরের পেশকারপাড়া এলাক সানিকে পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ করেন তার পিতা মোঃ জাফর। তিনি বলেন তার এলাকার মৃত হাজী নবী হোছনের পুত্র মোঃ হাসানের সাথে দীর্ঘদিন ধরে আপোষকৃত একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে বার বারই মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন জায়গায় হয়রানী করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২১ জুলাই উক্ত হাসানের কলেজ পড়ুয়া ছাত্র ইমন কিছু দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনার দিন জাফরের পুত্র কোরবানীর মাংস নিয়ে এলাকার বাইরে ভিন্ন এলাকায় বেড়াতে গিয়েও তাকে হত্যা মামলার আসামী করা হয়। যার মামলা নং ৫৫/৪৮১ তারিখ-২৪/০৭/২০২৩ খ্রীঃ কক্সবাজার সদর মডেল থানা। উক্ত মামলার প্রধান আসামী ও এজাহারে উল্লেখিত ১ নং আসামী পেশকারপাড়া ৪নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভার খাইরুল আহমদের পুত্র আব্দুল খান প্রঃ আব্দুল্লাহ খান গত ২৪ জুলাইর্্যাবের হাতে আটক হয় ও গত ২৫ জুলাই বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদর কক্সবাজার এর নিকট স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেন এবং তাতে ঘটনা কারা কারা ঘটিয়েছে তার বিশদ বর্ণনা দেন। সে জোরালো কন্ঠে সানির জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। তাছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার মডেল থানার দক্ষ পুলিশ সাব-ইন্সপেক্টর নিঃ উইলিয়াম ত্রপুরা দীর্ঘ তদন্ত শেষে গত ৩০ জুলাই ৩৯৯ নং অভিযোগপত্র মুলে তদন্ত প্রতিবেদনেও সানির জড়িত থাকার প্রমান না পাওয়ায় সার্জসিট থেকে সানিকে উক্ত মামলা থেকে অব্যহতি দেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পূর্বশত্রুতার জের ধরে এভাবে বার বার জাফরের পরিবারকে হয়রানি করা থেকে রক্ষা পাওয়ার পথ খুঁজে পাচ্ছেনা বলে জানান মোঃ জাফর। এখন নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও শংকায় আছে বলেও অভিযোগ করেন তিনি। এ নিয়ে জাফর সকল প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam