1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:১৯ অপরাহ্ন

রাজশাহীতে পুলিশের পোশাক পরে টিকটক করার সময় নারীসহ ৬ টিকটকার আটক

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১২৩ ভিউ সময়

 

 রাজশাহী ব্যুরো :

রাজশাহী মহানগরীতে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় এক নারীসহ ৬ টিকটকারকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শুক্রবার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো রওনক বিশ্বাস (২৩), মোস্তাকিম (২৫), আল মামুন (৪৭), সাজু আহমেদ (৩৩), হাবিবুর রহমান (১৯) ও আয়েশা সিদ্দিকা (২২)। রওনক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বাতেন খাঁ মোড়ের রাহাত আলীর ছেলে, মোস্তাকিম রাজশাহী নগরীর পবা থানার বড় ভালাম গ্রামের আয়নাল হকের ছেলে, আল মামুন রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার মৃত মনছুর রহমানের ছেলে, সাজু কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুরে আব্দুর রাজ্জাকের ছেলে, হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার সদর থানার কালিশংকরপুরের মো: মঞ্জুর হোসেনের ছেলে ও আয়েশা সিদ্দিকা পাবনা জেলার ঈশ্বরর্দী থানার হাসপাতাল রোডের মান্নানের মেয়ে।

নগর পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২৮শে জুলাই) সকাল ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম মহানগর এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছিল। এসময় ডিবি পুলিশের ওই টিম নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোষাক পরে কয়েকজন নারী ও পুরুষকে পুলিশ সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহ ও প্রচার করার নিমিত্ত টিকটক ভিডিও ও স্থিরচিত্র ধারণ করতে দেখতে পান। এসময় গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।

নারী টিকটকার কর্তৃক পুলিশের পোশাক পরার কারণ জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাদের কাছে থাকা টিকটকের স্ক্রিপ্ট পর্যালোচনায় দেখা যায়, তাতে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam