পহেলা বৈশাখে যাব বন্ধু তোর বাড়ি
তোর জন্য দিব সাত সাগর পাড়ি।
বট তলায় বসব জুতা খুলে
গাঁথব মালা ফুলে ফুলে,
ভাঙ্গবে তোর আড়ি
পহেলা বৈশাখে যাব বন্ধু তোর বাড়ি।
পহেলা বৈশাখে যাব বৈশাখী মেলায়
গাঁয়ের পথে হাঁটবো ধরে গলায় গলায়
মেলা থেকে কিনবো মাটির ঠুলি
বাজাবো বাদ্য সেজে ঢুলি,
তোর জন্য পরবো বৈশাখী শাড়ী,
পহেলা বৈশাখে যাব বন্ধু তোর বাড়ি।
বৈশাখী মেলায় খাব পানতা আর ইলিশ
আরো বেশি সাধ পাব যদি একটা পোড়া মরিচ দিস,
খাওয়া শেষে মেলায় গাইবো বৈশাখী গান
সুরে সুরে জুড়াবে বাঙ্গালীর প্রাণ।
গান শেষে চড়বো গরুর গাড়ি
পহেলা বৈশাখে যাব বন্ধু তোর বাড়ি।