রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডে ওয়ার্ডে বইছে ভোটের হাওয়া। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকে ঘিরে রাসিক এর প্রতিটি মহল্লায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরা। সিটি করপোরেশন নির্বাচনের রাসিক এর ১৫ নং ওয়ার্ডের বর্তমান ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মোঃআব্দুস সোবহান ওয়ার্ডে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মোঃআব্দুস সোবহান কে পুনরায় নির্বাচিত করতে চাই ওয়ার্ড বাসীর।
স্থানীয়রা জানান, বর্তমান কাউন্সিলর মোঃআব্দুস সোবহান একজন সৎ ও যোগ্য ব্যক্তি সে আবারো কাউন্সিলর হলে এই ওয়ার্ডবাসি তৃপ্ত হবে, উপকৃত হবে; থাকবে উন্নয়নের ধারাবাহিকতা। বেশ কয়েক জনের মন্তব্য বর্তমানে ইয়াং জেনারেশন সব কিছুতে ভাল কাজ করছে। ওয়ার্ডের প্রত্যেকটি অলিগলির রাস্তা ড্রেন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এই ওয়ার্ড কাউন্সিলর স্মার্ট আধুনিক পরিচ্ছন্ন ওয়ার্ডে বসবাস করছে ১৫ নং ওয়ার্ডের বয়স্কদের ভাতা ও শিশু ভাতা মাতৃকালীন ভাতা টিসিবির কার্ড ও এম এস এর কার্ড শীতের সময় কম্বল বিতরণ করোনা কালীন সময়ে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া অসহায় মানুষের পাশে সবসময় প্রতিনিয়ত যেকোন বিপদে তাকে পাশে পাই এরকম জনপ্রতিনিধিকে আমরা আবারো বিপুল ভোটে বিজয়ী করব বলে জানাই ওয়ার্ডের,গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে বর্তমান কাউন্সিলর মোঃ আব্দুস সোবহান কে বিজয়ী করতে উৎসুক মহিলা ও যুব সমাজের ভীড় যেন এই এলাকাকে করেছে প্রানবন্ত
কাউন্সিলর মোঃ আব্দুস সোবহান জানান, ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রতি অনুযায়ী আমি সাধ্যমতো সঠিকভাবে দায়িত্ব পালন করছি গত নির্বাচনে ১৫ নং ওয়ার্ডের বর্তমান নতুন ভোটার সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে আমি প্রতিটি মহল্লা ঘুরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সকলের দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি সবর্দা সুখে-দুখে আবারো এই ওয়ার্ড বাসীর পাশে ছিলাম আছি এবং থাকবো। নির্বাচনী মাঠে আমার ফিল্ড ভালো আছে। এখন পর্যন্ত জনগনের সার্পোটও ভালো আছে। বিশেষ করে নারী ও যুবকরা আমার জন্য কাজ করে যাচ্ছেন। সুতরাং আমি আশাবাদী জনগনের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ পাবো। বিশেষ করে আধনিক রাজশাহীর বাসী আরো শক্তিশালী করে এই ১৫ নং ওয়াার্ড তথা রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে চাই।বলে জানান এ কাউন্সিলর মোঃআব্দুস সোবহান
উল্লেখ্য, ৩এপ্রিল ২০২৩ রাজশাহী সহ ৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, ৫ সিটির ভোটের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ভোটগ্রহণের হালনাগাদ তথ্য কর্মকর্তারা ট্যাবের মাধ্যমে কমিশনকে জানাবে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, বাছাই ২৫ মে ও ১ জুনের মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।জানা যায়।