রাজশাহী র্যাব-৫ পুঠিয়ায় অভিযান চালিয়ে বিপুল কষ্টিপাথরের মর্তি ও শিশু পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে এ অভিযান চায় র্যাব। আটককৃতর নাম জহুরুল হক (৪৫) ও পুঠিয়ার খলিফাপাড়া এলাকার শের মোহাম্মদের ছেলে সম্রাট (১৬। তিনি গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের মোজাফফর হোসেনের ছেলে।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল পুঠিয়ায় অভিযান চালায়। এসময় পুরাতর একটি কষ্টিপাথরসহ ওই দুইজনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় জড়িত শিশু পাচারের উদ্দেশ্যে উক্ত মূর্তি নিজেদের দখলে রাখার কথা স্বীকার করে। পরে তাদের পুঠিয়া থানায় সোপর্দ
করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে
Leave a Reply