কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে বিয়ের দাবীতে প্রেমিকা তার প্রেমিকের বাড়ীতে অনশনে নেমেছে বলে খবর পাওয়া গেছে।
অনুসন্ধান কালে জানা যায়, গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল এলাকার আবুল হোসেনের কলেজ পড়ুয়া যুবতী কণ্যা বুলবুল আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়েন একই ইউনিয়নের থিমছড়ি এলাকার নুর আহমদের পুত্র সাইফুল ইসলাম।
দীর্ঘ কয়েক বছর প্রেমিকা বুলবুল আক্তারের ভরণ পোষণ ও চালিয়ে আসছিলেন প্রেমিক সাইফুল।
আবুল হোসেনের যুবতী কণ্যা বুলবুল আক্তার জানান,প্রেমিকের সব কথা সরলে বিশ্বাস করতেন।প্রেমিকের বাবা নুর আহমদ সহ শ্বশুর বাড়ির সবাই বুলবুল আক্তারের বাবার বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। উভয় পরিবারে ঘরোয়া উপহার ও খাবার দাবার আদান-প্রদান ছিল।প্রেমিক ও বুলবুল আক্তারের মা- বাবা সহ চাচা-চাচীর সাথে ভাব ‘র চমৎকার আদান-প্রদান ছিল।
বুলবুল আক্তার আরো জানান, প্রেমিক সাইফুল নিষেধ কথায় কলেজে পড়া পযন্ত বন্ধ করেছে। গত সপ্তাহে ওমানে থাকা অবস্হায় বহুবার কথা হয়েছে।বুলবুল আক্তারের প্রেমিক সাইফুল দেশে এসেই দীর্ঘ দিনের প্রতীক্ষার প্রহর সমাপ্তি ঘটিয়ে মহা ধুমধাম করে আনুষ্ঠানিক ভাবে বিয়ে অনুষ্ঠানের মাধ্যমে বরণ করবেন বুলবুল আক্তার কে।
রঙ্গিন স্বপ্ন বাস্তবে রুপ দিতে গেল সপ্তাহে বুলবুল আক্তারের প্রেমিক সাইফুল দেশে ও আসেন।কিন্তু বুলবুল আক্তারের প্রেমিক সাইফুল আগের মতো আর স্বাভাবিক যোগাযোগ কমিয়ে দেন।
বুলবুল আক্তারের মা জানান,তাদের মেয়ে বুলবুল আক্তার কে বিয়ের আশ্বাসে কলেজে লেখাপড়া পর্যন্ত বন্ধ করেছে কথিত প্রেমিক সাইফুল। এলাকায় প্রতিবেশীরা সবাই বুলবুল আক্তারের সাথে সাইফুলের প্রেমের বিষয়ে জানেন।এখন যদি সাইফুল আমার মেয়ে বুলবুল আক্তার কে বিয়ে না প্রতারণার আশ্রয় নেয় তাহলে আমার মেয়ে বুলবুল আক্তার’র মরণ ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।
বুলবুল আক্তারের দরিদ্র কৃষক বাবা আবুল হোসেন জানান,সাইফুলের সাথে মেয়ে বুলবুল আক্তার সম্পর্কের বিষয়টি নজরে আসে তখন সাইফুল কে বহুবার নিষেধ করেছি অথচ সাইফুল আমার সহজ -সরল মেয়ে বুলবুল আক্তার কে ফুসলিয়ে প্রেমের নামে প্রতারণার আশ্রয় নিচ্ছে অথচ আমার মেয়ে বুলবুল আক্তার এখন আত্মহননের চেষ্টা চালাচ্ছে।
বুলবুল আক্তার’র আক্তারের প্রতিবেশী মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া আছিয়া জানান,এলাকায় লোকজন সবাই জানেন সাইফুল -বুলবুল আক্তারের প্রেম কাহিনী। এখন নাকি সাইফুল পরিবারের চাপে অন্য মেয়ে কে বিয়ে করতে তৎপর।তাহলে বুলবুল আক্তার আত্মহনন করলে এর দ্বায় কে নেবেন!
প্রেমিক সাইফুল অন্য মেয়ে কে বিয়ে করার গোপন সংবাদে বেসামাল হয়ে পড়েন সাইফুলের প্রেমিকা বুলবুল আক্তার। ২৪ মার্চ বিকালে বিয়ের দাবীতে প্রেমিক সাইফুলের থিমছড়িস্হ বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করেন।প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঝাঁকে ঝাঁকে নারী-পুরুষ যুবতী বুলবুল আক্তার কে দেখতে বেরসিক প্রেমিক সাইফুল’র বাড়ীতে ভিড় করছে।এ দিকে ২৪ মার্চ রাত ১০ ঘটিকায় স্হানীয় মেম্বার যুবায়ের ও ৩ নং ওয়ার্ড মেম্বার আবদুল জব্বার সহ প্রেমিক -প্রেমিকা উভয়ের পরিবারের লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সমঝোতার বৈঠকে বসেন।সাইফুল ও বুলবুল আক্তারের বিয়ের পূর্ণরুপ দিতে বৈঠকে সম্মত হয়।আগামী রবিবার আবার যুবায়ের মেম্বারের মধ্যস্হতায় উভয় পরিবারের লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমন্বয়ে বৈঠকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা নিশ্চিত করবেন বলে উভয় পরিবার সূত্র নিশ্চিত করেছেন।উল্লেখ্য, প্রেমিকা বুলবুল আক্তার কে প্রেমিক সাইফুলের বাড়ীর অনশন থেকে সালিশকারকরা মেয়ের পিতা আবুল হোসেনের জিম্মায় দিয়েছেন বলে সূত্রে জানা গেছে।