1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

কক্সবাজার ইসলামপুর বাবা কে ভিডিও কলে রেখে রুমির আত্যাহত্যা!

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৪২৬ ভিউ সময়

 

মতিউল ইসলাম মতি, কক্সবাজার:
কক্সবাজারের-ঈদগাঁওতে কাদের সুলতানা রুমি আক্তার(২২) নামের এক গৃহবধূর আত্মহত্যা অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে ঈদগাঁও উপজেলা ইসলামপুর ৩নং ওয়ার্ড উত্তর নাপিতখালীর আবুল কামালের বসতঘরের সিলিন ফ্যানের সাথে গলায় ফাঁশ লাগিয়ে তার মেয়ে আত্মহত্যা করেছেন বলে জানান তার পরিবার।
পুলিশ খবর পেয়ে নিহত রুমি আক্তার কে উদ্ধার করে।

নিহত রুমি আক্তার স্থানীয় আবুল কালামের মেয়ে। রুমি আক্তারের সাথে ৫ বছর আগে চকরিয়া এক ছেলের সাথে বিয়া হয়।

পরে সংসার জীবনে মনোমালিন্য হয়ে ডিভোর্স হয়। পিতা সৌদি প্রবাসী আবুল কালম মুঠো ফোনে বলেন মেয়েকে তার সন্তান কে পড়াতে বলে,এতে মেয়ে রাগ করে গলায় ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করবে বলে ভিডিও কল দেয়।

তিনি আরো বলেন ছেলে ও নাতিকে পড়াতে প্রতিবেশী রবিউল নামে একজন প্রাইভেট মাস্টার কে রাখা হয়।

সেই সুবাদে তিন বছর ধরে রুমি ও রবিউল এর সাথে প্রেমের সম্পর্ক গডে উঠে । পরবর্তীতে জানাজানি হলে রুমিকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন প্রাভেট মাস্টার।
এর জেরধরে রুমি আত্মহত্যা করেছে বলে জানা যায়।

ঈদগাঁও থানার ওসি গোলাম কবির বলেন তার মা রেনু আক্তার কল করে বলেন তার মেয়ে গলায় ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করেছেন।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
খাঠের উপর শুয়া অবস্থায় লাশ দেখে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে, পরবর্তীতে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন।

সচেতন মহলের দাবী এইটি কি পরিকল্পিত হত্যা, না সাজানো আত্মহত্যা। কেন প্রশাসন টাকার বিনিময়ে লাশ ময়নাতদন্তে না পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ হস্তান্তর করেছেন, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসি।

সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় এনে। তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam