1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:২১ অপরাহ্ন

সিদরাতুল মুনতাহা বর্ন’র কবিতা “তোমাকে একদিন ভাকবাসবো-ই”

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৫০৫ ভিউ সময়

তোমাকে একদিন ভালোবাসবো-ই
_____________________________
সিদরাতুল মুনতাহা বর্ন

  1. তোমাকে একদিন ভালোবাসবো-ই
    হোক সেদিন মহাপ্রলয়!
    কেঁপে উঠুক ব্রাহ্মান্ড বিকট শিঙার শব্দে,
    ভেঙে টুকরো টুকরো হয়ে যাক অন্তরীক্ষ বজ্রপাতের পিঙ্গলে,
    মাউন্ট এভারেস্ট ভেসে বেড়াক অম্বরে তুলার ন্যায়।
    এসে পৌঁছাক জলধি আমার চৌকাঠে।
    সেই শেষ দিনটির জন্য হলেও
    তোমাকে আমি ভালোবাসবো।

বায়ুমন্ডল ভারী হয়ে যাবে সৃষ্টিসবের ভয়ংকর আর্তনাদে।
প্রত্যেক সৃষ্টি ছুটবে তার নিজের জন্যে।
ঐ মাহেন্দ্রক্ষণে শিউরে উঠবে তোমার প্রত্যেক লোমকূপ,
জমাট বেঁধে যাবে তোমার শিরায় শিরায় বহমান রক্তস্রোত।
শীতল হয়ে যাবে তোমার অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি তোমার হৃদপিন্ড।
সেই দূর্বিষহ দিনে তোমার হৃদয়ে উষ্ণ প্রেম ঢেলে আসবো আমি-ই!
তোমার জমাট বাঁধা রক্তকে হাঁটতে শেখাবো আমি-ই।
আমি জানি….
সেই ক্ষমতা এই ভূলোকে একমাত্র আমার-ই আছে৷
হ্যাঁ। কারণ আমি ভালোবাসতে শিখেছি!

কলিযুগের শেষ সময়ে যখন অকারণে সবার কান্নাকাটি-হল্লাহাটি….
সেদিন সবার ব্যাস্ততার মাঝে তোমার শীতল হাতে আলতো করে ছুঁয়ে যাবে আমার উষ্ণ আঙ্গুল…
দেখবে তুমি,
ধুয়াশা এক কোণে,হাজারো চিৎকারের প্রতিধ্বনি ভেদ করে
একদল শকুনের পেছনে হেঁটে যাচ্ছে
কালো শাড়ি পরা এক নারী…
হাতে কদমগুচ্ছ।
সেই নারী, যে তোমাকে মানবজাতির শেষদিনটিতেও ভালোবেসেছিলো।

কিন্তু… এখন যাবার বেলায়
সে আর পিছু ফেরবে না।
ধরা দেবে না তোমায়।
ভালোবাসতে ধরা দিতে হয় না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam