1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

মাতারবাড়ী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে স্বরাষ্টমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৪ ভিউ সময়
হ্যাপী করিম-মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী  নির্মাণাধীন মহেশখালী কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল’সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
মঙ্গলবার ২৮শে সেপ্টেম্বর সকাল ১১টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল হেলিকপ্টার যোগে ঢাকা থেকে মাতারবাড়ী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকার হেলিপ্যাডে অবতরণ করেন। দুপুর সাড়ে ১২টার সময় কোল পাওয়ার এর হল রুমে প্রতিনিধি দলের সভা অনুষ্টিত হয়। সভা শেষে ব্রিফিং কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন হচ্ছে। মাতারবাড়ীতে কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র,ডিপসিপোর্ট,অর্থনৈতিক অঞ্চল,এলএনজিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হচ্ছে। আমরা  এসে  এখানে দেখেছি শুরু হওয়া উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়ন কাজ দ্রুত এগিয়ে চলছে।
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, আইজিপি বেনজীর আহমেদ,কক্সবাজার-২আসনের আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মাদ শাফিনুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ,
কোস্টগার্ডের উপ-পরিচালক কমোডর এনামুল হক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আনিসুর রহমান, পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান এবিএম আজাদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ হাবিবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান, পেট্রোবাংলা চেয়ারম্যান এবিএম আব্দুল ফাত্তাহ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য যুগ্ন সচিব মোহাম্মদ জাফর আলম, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সেলিম উদ্দিন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃমামুনুর রশিদ,মহেশখালী কুতুবদিয়ার সার্কেল এএসপি জাহেদুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,
মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান,থানার ওসি আব্দুল হাইসহ সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam