1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

কবি জন্নাতুল ফেরদাউস এর কবিতা “বিশ্ব নবী”

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯ ভিউ সময়

বিশ্ব নবী

✍️ জন্নাতুল ফেরদৌস

পবিত্র মক্কা নগরী যখন
আইয়্যামে – জাহেলিয়ার যুগের নামে
হয়ে উঠেছিল ভরপুর,
তখনই পৃথিবীতে পাঠিয়ে ছিলেন মহান আল্লাহ – পাক
মানব কূলের মহা দরদী,
সায়্যেদুল মুরসালীন আশরাফুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন।

যার পবিত্র নূরের আলোতে
আলোকিত হয়েছিল
গোটা পৃথিবীবাসী,
এই বিশ্বজাহান যার চরিত্রের
বহিঃপ্রকাশ দেখে,
উপহার দিয়ে ছিল তাঁকে
বিশ্বস্ততার আল- আমিন।
তিনি হলেন আমাদের নবী
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা নবী,
বিশ্ব নবী মুহাম্মাদে মোস্তফা সায়্যেদুল মোস্তাকিম
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

বিশ্বনবীর চরিত্র
ফুলের চেয়েও পবিত্র,
ঋণ খেলাপীর দ্বায়ে
পরীক্ষা করে, উত্তর পয়েছিল এক জৈনিক ইহুদী।
বিশ্ব নবীর ঐ অনুপম চরিত্র
দেখে হয়ে ছিল, ইহুদীটিও
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ রহমের আরেক মুসল্লী।

আমাদের এই বিশ্ব নবীর
দুটো ঠোঁট মোবারকের,
জবানিতেই গোটা পৃথিবীর মনুষ্যজাতি
বিশ্বাস করিয়াছে অদেখা,
সৃষ্টির স্রষ্টা, জান্নাত, জাহান্নাম, পরকাল,
কবর, মিজান, হাশর
কিয়ামত, পুলসিরাত,ও আমল নামা ডান হাতে দেওয়ার হবে, ইত্যাদি বিশ্বাস করে ছিল
সব গুলো অদেখা বিষয়বস্তকে ।

আমাদের নবী বিশ্ব
উম্মতেরী জান,
যাহার জন্য ইসলাম জয়ের – যুদ্ধ মাঠে
বিলিয়ে দিল হাজার, হাজার,
কূল মাখলুকাত প্রাণ।
আজ পবিত্র ১২ ই রবিউল আউয়ালে
তোমায় পেয়ে হে বিশ্ব নবী,
পৃথিবীর দিনের সূর্য আর রাতের তারা
সকলেই যেন মহা খুশিতে আত্মহারা।

তোমার ঐ রহমতে আলম শব্দটির গুণে
শীতল হয়েছে মোর হৃদয় শাহারা।
কতো নবী
তাঁদের নবী উপাধি বাদ দিয়ে,
হতে চেয়েছিল আমাদের এই বিশ্ব নবী উম্মত।
তাই তো বলি, বিশ্ব জাহানের এই পৃথিবীতে
বড়োই ভাগ্যবান মোরা,
আমরাই হতে পরেছি
বিশ্ব নবীর উম্মত।

কতো হাজার, হাজার নবী
ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে,
হতে চেয়ে ছিল মহান আল্লাহ দুস্ত।
তাঁদের হাজারো চেষ্টা হয়ে
ছিলো গো ব্যর্থ,
‘আল্লাহ ‘ নিজেই বানিয়ে ছিল
আমাদের প্রিয় বিশ্ব নবীকেই,
তাঁর হৃদয়ের দুস্ত।
তাঁকে পেয়ে মহান স্রষ্টা হয়ে ছিলো মহা – খুশি
তাঁর সৃষ্টির দো-জাহানে।

 ইসলাম প্রচারের দাওয়াতে
আমাদের এই বিশ্ব নবী ছিলেন অমৃত প্রাণ।
নিজের জন্য কখনো ভাবেনি সে
শুধু করে গেছে পরের জন্য ফিকির,
সদা সর্বদা তিনি খোদার কাছে সিজদাহ্ রত থেকে
দুহাত তুলে চাচ্ছে শুধু
নিজের উম্মতেরই সর্ব গুণা মাপের

অন্ন, বস্ত্র ছিল না তাঁহার
ছিল না কোন ধন!.
পরের জন্য নিজের জীবন
করেছে শুধুই বিসর্জন।
আমাদের ঐ বিশ্ব নবীর
চেহারাতেই ছিল অপূর্ব
নূরের হাসি,
যাকে দেখে পাগল হলো
সারা দুনিয়ার – বিশ্ববাসী।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam