1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

সাংবাদিকরাই ফ্যাসিবাদ সৃষ্টিতে ভুমিকা রেখেছে: কাদের গণি

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১২ ভিউ সময়
oppo_2

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকরাই ফ্যাসিবাদ সৃষ্টিতে ভুমিকা রেখেছিল। আর সেই ফ্যাসিবাদের যাঁতাকলে নিষ্পেষিত হয়েছে সাংবাদিকেরাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন , যখন থেকে সাংবাদিকরা দলদাসে পরিণত হয়েছে সেই দিনই ফ্যাসিবাদের উদ্ভব হয়েছে। ৫ আগস্টের বিজয়কে ধরে রাখতে ঐক্যের বিকল্প নেই। আগামীতে যেন এ ধরনের ফ্যাসিস্ট সৃষ্টি না হয় সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।

 

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকদের ঐকবদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। গত ১৭ বছর দেশের সাংবাদিকদের একটা অংশ ফ্যাসিবাদের যাঁতাকলে নিষ্পেষিত হয়েছে। সাাকে সাদা বলা যায়নি। এখন দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ফিরিয়ে আনতে এ সুযোগ কাজে লাগাতে হবে।’

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময় সাংবাদিক শাগর-রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১১২ বার পেছানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এর বিচার হবে বলে তিনি আশা করেন। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী কালাকানুনগুলো বাতিলের উদ্যোগ নেয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জি এম আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, শ্রম অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক সব্বির আহমদ।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam