নিজস্ব প্রতিবেদক :
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কক্সবাজারে উদ্বোধন হলো বৃক্ষ রোপন ও বৃক্ষ মেলা-২০২৪। ১৯ সেপ্টম্বর বৃহঃবার সকাল ১১টার সময় কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে বেলুন উড়িয়ে (১৯ সেপ্টেম্বর হতে ২৫ সেপ্টেম্বর) সপ্তাহ ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা (কক্সবাজার দক্ষিণ) সরওয়ার আলমের সভাপতিত্বে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার পুলিশ সুপার রহমত উল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা (কক্সবাজার উত্তর) আনোয়ার হোসেন সরকার, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি।
প্রধান অতিথি জেলা প্রশাসক সালাহ উদ্দিন বলেন, প্রাকৃতিক সম্পদে ভরা কক্সবাজার পাহাড় আর সমুদ্র নিয়ে বিচিত্র সম্পদে ভরা। পাহাড়ে বন আর প্যারাবনের গাছ আমাদের পরিবেশকে সমৃদ্ধি করে। শুনেছি পাহাড় ও বন কেটে বেদখল হয়ে গেছে পাহাড় আর প্যারাবন।তাই হারানো পাহাড় আর প্যারাবন উদ্ধার করে আগের মতো সবুজের কক্সবাজার গড়তে ব্যবস্থা নেয়া হবে।
মেলা উদ্বোধনের আগে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এর নেতৃত্বে একটি র্্যালী বের করা হয়।