মনসুর আলম মুন্না (কক্সবাজার):
কক্সবাজারের বিশেষ এলাকাভূক্ত উপজেলাসমূহে ভোটার নিবন্ধন সহজিকরণ সংক্রান্ত বিষয়ে কক্সবাজার জেলায় কর্মরত সকল প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে কক্সবাজার জেলা নির্বাচন অফিস কতৃপক্ষ।
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় কক্সবাজার নির্বাচন অফিসের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা নির্বাচন অফিসার সাংবাদিকদের বলেন, আমরা সুষ্ঠু শান্তিতে এবং বাংলাদেশের কোন নাগরিক যাতে কোন সেবা নিয়ে ভোগান্তিতে না পড়েন সেইভাবে এগুনোর চেষ্টা করতেছি। কোন ব্যক্তি যাতে ভোটার এবং জন্মদিন করতে হয়রানি না হয়। আর দালালমুক্ত নিঃসন্দেহে পরিবারের সদ্য জন্ম হওয়া সন্তানের জন্ম নিবন্ধ নিয়ে যেন হয়রানির শীকার হতে না হয় সেইভাবে আমরা কাজ করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। উপজেলা পর্যায়ে এবিষয়গুলো যেন আরোও সহজতর করা হয় সেই উপলক্ষে আমাদের কাজ চলমান।
এদিকে দালালের মাধ্যমে যেন কোন রোহিঙ্গা ভোটার করাতে না পারে সেই বিষয়ে খুবই গুরুত্বসহকারে তদারকি রয়েছে। যদি কোন দায়িত্ববান কর্মকর্তা-কর্মচারী যদি রোহিঙ্গা ভোটারে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে সরাসরি আইনী পদক্ষেপসহ সকল ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।
উপস্থিত সকলের পরিচয়ের মাধ্যমে সকলেই এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সকল ধরনের কর্মকাণ্ডের বিষয়টি উপলব্ধি করেছি।
এদিকে কক্সবাজার থেকে সকল উপজেলা কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতে এই মতবিনিময় সভায় নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সহজীকরণের উদ্দেশ্যে নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে A ক্যাটাগরীতে যেসব ডকুমেন্টের কথা বলা হয়েছে তা ছাড়া কোন কিচ্ছু প্রয়োজন হবেনা বলে জানান জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দীন । এসএসসি সমমমান বা তদুর্ধ্ব সনদ ধাকদে হবে।বা এসবের সকল ধরনের অনলাইন সনদ থাকতে হবে। ভেরিফাইরেবল QR কোডযুক্ত অনলাইন জন্ম নিবন্ধ সনদ অনলাইন নাগরিকত্ব সনদ। বাবা মায়ের জাতীয় পরিচয় পত্র। সরকারি চাকরিজীবিদের সন্তানের ক্ষেত্রে সকল ধরনের অফিসিয়াল প্রমাণাধী সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসার বরাবর সাবমিট।
B ক্যাটাগরীতে যেসব দিকনির্দেশনা দেওয়া হয়েছে এসএসসি/সমমান বা তদুর্ধ্ব সনদ না থাকলে-ভেরিফাইয়েবল QR কোডযুক্ত অনলাইন জন্ম নিবন্ধন সনদ।ভেরিফাইয়েবল QR কোডযুক্ত অনলাইন নাগরিকত্ব সনদ ৩. বাবা-মায়ের AFIS যাচাই (আঙ্গুলের ফিংগার যাচাই রিপোর্ট) স্থায়ী বাসিন্দা সনদ (জেলা প্রশাসন বা তার প্রতিনিধি কর্তৃক প্রদত্ত) ভূমিহীন সনদ, অনলাইন ভেরিফাইয়েবল ভূমি উন্নয়ন কর প্রদানের রশিদ/পর্চা (প্রযোজ্য ক্ষেত্রে)। পাসপোর্টের কপি (যদি থাকে)। ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে) উল্লেখ্য, বাবা-মায়ের মধ্যে একজন বেঁচে থাকলে এবং তিনি ভোটার হয়ে থাকলে তার AFIS যাচাই (আঙ্গুলের ফিংগার যাচাই রিপোর্ট) এবং অন্যজনের অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে। আর বাবা-মা কেউ বেঁচে না থাকলে উভয়ের অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে।
ক্যাটাগরী C তে যে নির্দেশনা দেয়া হয়েছে
যে সকল বাসিন্দা ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ক্যাটগরি “A” এবং ক্যাটগরি “B” এর আওতায় পড়বে না, তাদের ভোটার নিবন্ধন কার্যক্রম উপজেলাভিত্তিক গঠিত বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন করা হবে। যা উপজেলার বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন করতে হবে।