নিজস্ব সংবাদদাতা :
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মৃত্যুঞ্জয়ী নেতা সালাহ উদ্দিন আহমদের সাথে স্বাক্ষাত করেছেন কক্সবাজার জেলার চকরিয়া বদরখালী ইউনিয়ন যুব দলের একটি প্রতিনিধি দল। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকার সময় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের ঢাকা গুলশানস্থ বাসায় এই স্বাক্ষাত করেন যুবদল নেতারা। এ সময় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুব দলের আহবায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির এর নেতৃত্বে বদরখালী ইউনিয়ন যুবদল নেতা বুলবুল সিকদার, মুরাদ সাগর, শাহাজান, বেলাল, ফয়েজ, সালাউদ্দিন সাকা,ওয়াজ উদ্দিন, সালাউদ্দিন আয়ুবী,রফিক, তোফায়েল ইসলাম ফরহাদ, ইবরাহিম,মাবু,মহিউদ্দিন ও আয়াত উল্লাহ।
এ সময় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ বদরখালী ইউনিয়নের সার্বিক খোঁজ খবর নেন এবং সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।