তোমার সব অভিমানের পরেও
আমার কিছু অভিমান আছে,
তুমি কী উপলব্ধি কর?
যখন তা তোমার নামে প্রতিবাদ করে।
তোমার হাজার অকাট্য যুক্তির পরেও
আমার কিছু যুক্তি আছে,
তুমি কী বুঝতে চাও ?
যখন তা আর্তনাদ করে।
তোমার শত অভিশাপের পরেও
আমার কিছু প্রার্থনা করার আছে,
তুমি কী শুনতে চাও?
যখন তা আত্ন শুদ্ধির অনুযোগ করে।
তোমার শত প্রাপ্তির পরেও
আমার কিছু অপ্রাপ্তি আছে,
তুমি কী বুঝতে চাও প্রিয় ?
যখন তা নিভৃতে কাঁদে।
চারিদিকে কত মানুষের আসা – যাওয়া
কত গীতি, কত কথা,
মাঝখানে শুধু ধ্যানের মতো
নিশ্চল অভিমানের পাতা।
শত রকম অভিমান আছে
মোর প্রণয়ের দ্বারে,
ভালোবাসা নিঃশেষ আমার!.
সময়ের কারাগারে।