পৃথিবীর কোন সৌন্দর্য এখনো আমায় মুগ্ধ করতে পারেনি,
মুগ্ধ আমি হয়েছি শুধু
তোমার প্রিয় কালো,
মায়াবী ঐ মুখটির।
যখন তুমি হেঁটে আসো
কলেজ ক্যাম্পাসে,
আনন্দে বুকটা আমার
খুব করে নাচে।
এই হৃদয়ে আছো তুমি
সকাল – বিকাল সাঁঝে,
অনেক কথা তোমার জন্য বলার আছে
আমার মনের মাঝে।
তোমার কাছে বলার জন্য
সুযোগ তো পাই না,
তাই, বলবো-বলবো বলে কথা
বলা আর হয় না।
যখন আমি কাছ থেকে
দেখি তোমার মুখ ,
সব কথা হারিয়ে ফেলি
বুকটা শুধু করে-রে ধুক ধুক।
ক্লাস রুমে যখন কোন
ভাগ্যক্রমে,
তোমার পাশে বসার সুযোগ পাই।
এই দুনিয়ায় সব কিছুই
এমনি ভুলে যাই।
আমার চোখে পড়ে যখন
তোমার দুটি চোখ!.
ঐ চোখেতে দেখি,
আমার ভালোবাসার সুখ।
সামনে যখন দাঁড়াও তুমি
সব কিছু যাই ভুলে,
আমার প্রেমের প্রস্তাব দিতে
সাহস পাইনা মুখে।
বলবো, বলবো, বলে আমি
বলতে পারি না,
তোমায় দেখার স্বাদটা আমার কখনো যায়না।
কত ভাব!. দেখাই তোমায়
কেন বুঝনা,
আমার প্রেমের পরীক্ষাটা
একবার নিয়ে দেখো না।
নিশ্চই আমি পাস করবো
ফেল করবো না।
সুইটি, ভালোবাসার শক্তিতে!.
আমি রাশেদ, দুর্বল ছেলে না।