সবইতো জানো আষাঢ়ী?
তোমা-পানে
প্রতীক্ষা যজ্ঞে নির্ঘুম চোখে কাটে এক একটি দীঘল রজনী।
ফিরে না আসো যদি আষাঢ়ী?
হৃদয় বানিয়ে নেবো অষ্টাশ্চর্য
প্রেম সংবিধান
মূলনীতি অনুচ্ছেদে থাকবেনা কোনো হৃদয় বৈষম্য
দুইটানা তিনটানা প্রেমের টেনে নেয়া হৃদয় নৌকা গুণ;
থাকবেনা সকালে বিকেলে কথা দেয়া মিথ্যা
গোলেমালে টাইমপাস রিলেশন।
থাকবেনা দিকে দিকে অসফল প্রেমে
না পাওয়া মহার্ঘ প্রেমভাতা
পেনশন আক্ষেপ বেসরকারি প্রহসন।
ফিরে না আসো যদি আষাঢ়ী?
আমার
বেসরকারি হৃদয় বানিয়ে নেবো সরকারি।