বাঙালি মেতেছো যে রক্ত খেলায়,
সোনার বাংলা অচিরে ডুবিবে,
নির্বোধ বাঙালি বুঝোনিতো,
অন্ধকারে আলো জিতেছো ঠিকই,
জয়ি হতে পারোনিতো, জেতেও তো হেরেছো তাকি একবার ও ভেবেছো?
কে গেছে কে আছে হবে কার আগমন,
বঝুিনাতো এত কিছু, শুধু জানি শান্তি চায় জনগন। ভেঙে গেছে মনোবল করিনাতো কোন দল
ওহে নির্বোধ বাঙালি!
ফিরিযে আনতে দলের সুখ,
খালি করবি আর কতো মায়ের বুক?
এক দেশে তে জন্ম মোদের সবাই মোরা আপন জন বিবেকটাকে জাগ্রত করো সব করো মার্জন।