আমি আবার আসিব ফিরে এই বাংলা মায়ের কোলে ।
আমি আবার আসিব ফিরে,
জন্ম ভূমির টানে,
আমি আবার আসিব ফিরে।
নদী-নালা খাল-বিলে শ্রাবনের জল হয়ে।
আমি আবার আসিব ফিরে
রংধনুর সাত রঙে।
আমি আবার আসিব ফিরে,
কৃষাণের মাঠে ধান হয়ে।
আমি আবার আসিব ফিরে,
যেখানেই যাবে আমাকেই পাবে।
আমাকেই পাবে সবুজ ঘেরা ঘাসে।
আমি আবার আসিব ফিরে,
ক্লান্তি রোদের ছায়া হয়ে, পাখির গানের সুর হয়ে। আমি প্রজাপতি হয়ে উড়ব খাঁ খাঁ রোদে,
আমি আবার আসিব ফিরে,
মায়ের মুখে ফুটাব হসি বাংলা মাকে যে আমি বিষন ভালোবাসি।