বিশ্ব লোকে চিনুক আমায়
পড়বে দেশে সাড়া
স্বদেশ বাসি জানতে চাইবে
কোথায় কবির পাড়া।
রামনগরে গ্ৰামটি আমার
বাবার ভিটেমাটি
ছোট বেলায় খেলার ছলে
পরতাম রঙিন শাড়ি।
ঘরের পাশে খোলা মাঠে
পুতুল খেলা কতো
ছুটির দিনে উল্লাস হতো
আপন ইচ্ছে মতো।
মাকে ঘিরে বসে সবাই
খেতাম পিঠা পুলি
শৈশব কথা পড়লে মনে
উঠে যে, মন দুলি।
হিংসা বিদ্বেষ খুন সুটিতে
ভায়ের বোনের ঝুঁটি
ভালোবাসার তুমুল লড়াই
হতো ছোটাছুটি।
বাবা আমার মাষ্টার মশাই
পড়ার কৌশল জানে
রশে মজার ছড়া কাটে
কবিতা আর গানে।
বৈশাখ মাসের ভর দুপুরে
আম কুড়ানোর সুখে
কাঁচা পাকা আমের গল্প
রটে সবার মুখে।