বার্তা পরিবেশক:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা মৌজার ৪নং সিটের, বিএস ৩৭ খতিয়ান এর গুরা মিয়া, পিতা: আমির উদ্দিন গং এবং সৃজিত খতিয়ান ৪৯৫ এর জাহাঙ্গীর আলম প্রকাশ আলী চাঁন গং এর নামে দাগ নং ২২৫৯ এর ১৬০ করা জায়গা বায়না কৃত ও দখল দেওয়া জমির উপর নির্মাণাধীন বাউন্ডারি ওয়ালের জন্য ক্রয়কৃত ইট, বালি, রড, পিলারসহ অসংখ্য মালামাল লুটপাট করে নিয়ে জায় সংঘবদ্ধ সন্ত্রাসী, প্রতারক ও দালাল চক্র। বায়নাকৃত মালিকপক্ষ খবর পেয়ে তাৎক্ষণিক ঐ জায়গায় গেলে সংঘবদ্ধ ১৫/২০ জনের সন্ত্রাসীরা অস্ত্র তাক করে লুটকৃত মালামালসহ গাড়ি নিয়ে পালিয়ে যায়।
ভূক্তভোগী আলা উদ্দিন, সাঈদ মিয়া, এ.এইচ,এম জুনাইদ, মোসাদ্দেক ফারুকী, ফয়েজুর রহমান নিপু, ডাঃ আবুল আনছার জানান, মালামাল নিয়ে পালানোর সময় সন্ত্রাসীদের ৮/১০ জনকে চিহ্নিত করতে পেরেছি। তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্নজনের জায়গায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। সাধারণ লোকেরা ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে না। এরা সাহারবিল, ঢেমুশিয়া, ইলিশিয়া, দরবেশকাটা,কালারমারছড়াসহ বিভিন্ন অঞ্চলের ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদের বিরুদ্ধে খুব শীগ্রই আইনি ব্যবস্থা নেব আমরা। প্রশাসনের কাছে আবেদন তদন্তের মাধ্যমে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হউক।