এরফান হোছাইন:
বাংলাদেশের সেরা আঞ্চলিক পত্রিকা হিসেবে খ্যাত “দৈনিক কক্সবাজার” তাদের ৩৪তম বছরে পদার্পণ উপলক্ষে “জেলা সংবাদপত্র হর্কাস কল্যাণ সমিতি” পত্রিকার সম্পাদক ও কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানালো।
শুক্রবার (৭ জুন) দৈনিক কক্সবাজারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ‘জেলা সংবাদপত্র হর্কাস কল্যাণ সমিতি’র সভাপতি মোস্তাফা কামাল, সেক্রেটারি মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সদস্য আলী আহমেদ, জসিম উদ্দিন ও সিরাজ।
‘জেলা সংবাদপত্র হর্কাস কল্যাণ সমিতি’র সভাপতি মোস্তাফা কামাল বলেন, “দৈনিক কক্সবাজার সর্বদা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে এজন্য কক্সবাজারের সন্মানিত পাঠকরা সর্বপ্রথম আমাদের কাছে দৈনিক কক্সবাজার চান। এজন্যই দৈনিক কক্সবাজারকে দেশসেরা আঞ্চলিক পত্রিকার স্বীকৃতি দেওয়া হয়েছে।”
দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম ‘জেলা সংবাদপত্র হর্কাস কল্যাণ সমিতি’র শুভেচ্ছার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, “দীর্ঘ ৩৪ বছর ধরে আমরা কক্সবাজারের মানুষের পাশে আছি। তাদের আস্থা ও সমর্থনই আমাদের বড় অনুপ্রেরণা। এবং আমরা আগামীতেও সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেই যাবো।”