1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

চকরিয়া বদরখালীতে আদালতের আদেশ অমান্য করে চিংড়িঘের দখলে নিতে গভীর রাতে গুলি

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৭৯ ভিউ সময়

সংবাদ বিজ্ঞপ্তি ঃ

চকরিয়া উপজেলার বাদরখালী এলাকায় আদালতের আদেশ অমান্য করে চিংড়িঘের দখলে নিতে গভীর রাতে মুহুর্মুহু গুলি ছুড়েছে ঘের মালিকদের লক্ষ করে। গত ১৮ মে দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায় বদরখালী ভেরুয়া খালী এলাকার গোলাম কুদ্দুসের পুত্র মোক্তার আহমদ গং এর মালিকানাধীন চকরিয়া রামপুর প্রজেক্ট এলাকায় দুলদুলবর ঘোনা নামক একটি চিংড়ি প্রজেক্ট বেশকিছু দিন ধরে চকরিয়া মালুমঘাট রিংবং এলাকার গোলাম কুদ্দুসের পুত্র সৈয়দ উল্লাহ টুক্কু জবরদখলে নিতে বিভিন্ন অপকৌশল করে আসছিলো। এ নিয়ে মোক্তার আহমদ গং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদলত কক্সবাজার বরাবরে ৫৪৪/২৪ নং একটি ১৪৪ ধারা চেয়ে মামলা দায়ের করে। উক্ত মামলায় গত ৭ মে নিজ নিজ অবস্থানে থাকার জন্য উভয় পক্ষকে নির্দেশ প্রদান করেন। সেই থেকে ছৈয়দ উল্লাহ টুক্কু গং ঘোনায় দখলে থাকা মোক্তার আহমদ গংকে উচ্ছেদ করে নিজের দখলে নিতে বেশ কয়েকবার হামলা চালায়। পুলিশ বারন করার পরও টুক্কুর পক্ষে চকরিয়া ঈদমনি এলাকার নুরুল হকের পুত্র আহমদ হোছাইনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বার বার ঘোনায় অবস্থানকারী মোক্তার আহমদ গং এর লোকজনের উপর হামলা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ১৮ মে সকাল থেকে দফায় দফায় হামলা করতে চাইলে মোক্তার আহমদ থানা পুলিশকে খবর দিলে পুলিশ আসার পর আহমদ হোছাইন গং পিছু হঠে। সেই সুত্র ধরে ঐদিন গভীর রাতে (রাত ১ টার সময়) ঘোনায় অবস্থানরত মোক্তার আহমদ গং এর লোকদের লক্ষ করে মুহুর্মুহু গুলি ছুড়লে গোটা গ্রামে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। রাতের গুলির আওয়াজে এলাকাবাসীর ঘুম ভেঙ্গে গেলে এগিয়ে আসলে আহমদ হোছাইনের লোকজন পালিয়ে যায় বলে জানান ঘোনার মালিক মোক্তার আহমদ। তিনি আরো বলেন, বিরোধিয় ঘোনায় আহমদ হোছাইনের কোন স্বত্ব না থাকলেও ছৈয়দ উল্লাহ টুক্কুর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী হিসাবে কেন বার বার তার লোকজনের উপর সশস্ত্র হামলা করতেছে তা বোধগম্য নয়। তার লোকজন নিরাপত্তাহীনতায় ভোগছে বলেও অববিযোগ করেন ঘোনার মালীক মোক্তার আহমদ। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam