এম ইফতেখার জুয়েলঃ
পর্যটননগরী কক্সবাজারে শীর্ষ ছিনতাইকারী ইয়াসিন আরফাতকে(২১) গ্রেপ্তার করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন। পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ও কঠোরভাবে অপরাধ দমনে টুরিস্ট পুলিশের সাঁড়াশি অভিযান অব্যহত রেখেছে ।
জানা যায়, গত (১৯) মে দিবাগত রাত আনুমানিক ২:১০ টার সময় কলাতলী সৈকত পারাস্থ হোটেল ওসান এম্পায়ারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে টুরিস্ট পুলিশের একটি চৌকস আভিযানিক দল ছিনতাইকারী ইয়াসিন আরফাতকে(২১) গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইয়াসিন জেলগেইট পশ্চিম পাড়ার আবদুর রহিম ছেলে।
ছিনতাই, ডাকাতি প্রস্ততি, চুরি, অস্ত্র মামলা সহ তার বিরুদ্ধে সদর মড়েল থানায় আরো ৫ টি মামলা রয়েছে।
টুরিস্ট পুলিশ তার বিরুদ্ধে কক্সবাজার সদর মড়েল থানায় পেনেল কোডে মামলা রুজু করেন যার মামলা নং ৮০-৩০/৪/৩৪ ধারা ৩৯৯/৪০২।
অভিযানের সত্যতা প্রকাশ করে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন,
টুরিস্ট পুলিশের সাঁড়াশি অভিযান অব্যহত থাকবে। পর্যটননগরী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অপরাধ দমনে টুরিস্ট পুলিশের শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করে। অপরাধী যেই হোক কোন ছাড় দেব না । মাদক, ছিনতাই, চুরি, অপহরণে যারা জড়িত তাদেরকে প্রত্যককে সনাক্ত করে আইনের আওতায় এনে কঠোরভাবে দমন করা হবে। অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন। তিনি অপরাধীদের পক্ষে তদবির বন্ধে সুশীল সমাজের প্রতি অনুরোধ জানান। টুরিস্ট পুলিশ এই বিষয়ে অটল।