চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংবাদমাধ্যম দৈনিক সাঙ্গু হাঁটি হাঁটি পা পা করে ২৩তম বর্ষে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে পত্রিকাটি গণমানুষের মুখপত্রে পরিণত হয়েছে।
দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকীতে কক্সবাজার প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন পত্রিকাটির কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক ইমাম খাইর।
৫ জানুয়ারী (সোমবার) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন ছিদ্দিকীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন,কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, কার্যকরী সভাপতি ইমাম খাইর, সাধারণ সম্পাদক হোবাইব সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, নিবার্হী সদস্য আমান উল্লাহ, সদস্য ইয়াছিন আরাফাত, সরওয়ার কামাল, কপিল বিন আমির,ইমরান নাজির প্রমূখ।