1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

রামুতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ ভিউ সময়

 

আবদুল মালেক সিকদার রামু:

রামুতে লেগুনা গাড়ির চাপায় ইমারি রাখাইন (৫০) নামে এক নারী শিক্ষিকা নিহত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে রামু-মরিচ্যা আরাকান সড়কের ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে উয়ে মং রাখাইন জানান, তার মা সকালে বাড়ির আঙিনায় ফুল গাছে পানি দিচ্ছিলেন। এসময় বেপরোয়া লেগুনা গাড়ি বিপরীত দিক থেকে এসে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নিহত ইমারি রাখাইন সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। এদিকে এ দুর্ঘটনায় এলাকায় এবং রাখাইন সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam