আমরা যারা মেয়ের মাতা
কষ্টে বুকটা বাঁধি,
পরের ঘরে মেয়ে পাঠিয়ে
একলা ঘরে কাঁদি।
তোমরা যারা ছেলের বাবা
ভেবে দেখেছো কি?
অতি আদরের মেয়েটারে
বানায়ে ফেলো ঝি।
ওদের মানুষ করতে কত
শ্রম দিয়েছি মোরা,
ডাক্তার ইঞ্জিনিয়ারের মা
হয়েও কপাল পুড়া।
লাভ কিছু কি হলো মোদের
একটু ভেবে দেখো,
তোমার ঘরে জ্বালবে প্রদীপ
একটু যত্নে রেখো।
মোর ঘরে প্রদীপ জ্বালাতে
কেউ তো থাকবে না আর,
পাষাণে বুক বেঁধে রাখি
অশ্রু লুকাই বারবার।
তবে কি মোর একলা ঘরে
কঠিন মৃত্যু হবে?
কেমন করে জানবে ওরা
কেউ কি পাশে রবে?
ওদের কি একটু সময় হবে
আমায় দেওয়ার মতো?
হয়তো ওরা ব্যাস্ত থাকবে
ওদের কাজে শত।