নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের উদ্যোগে শীতার্ত অসহায়, দু:স্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) চর এলাহী ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে ফখরুল ইসলাম রাহাত। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহির, বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গনি, যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, চর এলাহী ইউনিয়ন পরিষদের সদস্য শেখ বেলাল উদ্দিন
শীতবস্ত্র (কম্বল) বিতরণ চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, হাড় কাঁপা এমন কনকন শীতে আমার ইউনিয়নের সাধারণ জনগনের কস্ট হচ্ছে তাই আমি নিজ অর্থায়নে এই কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। গবীর দু:স্থদের সহায়তায় এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।