জামালপুর সরিষাবাড়ীতে শনিবার (৩০ ডিসেম্বরে ) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, সরিষাবাড়ী, জামালপুর-এর যৌথ আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণ কর্মকতা (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাথে) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এতে শারমিন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরিষাবাড়ী, জামালপুর এর সভাপতিত্বে সরিষাবাড়ী আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জামালপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর এবং মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা নির্বাচন অফিসার, জামালপুর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ সোহরাব হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, জামালপুর; সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহ. সাদ্দাম হোসেন; সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা; উপজেলা নির্বাচন অফিসার, সরিষাবাড়ী সহ প্রশিক্ষণার্থীগণ।