জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে এক জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।
জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর তত্ত্বাবধানে আসামি শিল্পী কে গ্রেফতার করে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ।
তথ্যসূত্রে জানা যায়, আসামি শিল্পী জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ তেঘড়িয়া গ্রামের স্বপন মিয়ার স্ত্রী ।
গ্রেফতারকৃত আসামির কাছথেকে স্থানীয় সাক্ষীদের সামনে ১ কেজি আটশ ৮০০ গ্রাম গাঁজা যাহারা আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ।
অন্যান্য সূত্রে জানা যায় , উপরোক্ত গ্রামের স্বপন মিয়ার স্ত্রী এবং স্বপন মিয়া উভয়েই দীর্ঘদিন যাবত উক্ত গাজা বিক্রয় করিয়া আসিতেছিল ।
গ্রেফতারকৃত আসামি শিল্পী ও তার স্বামী স্বপন মিয়াকে আসামি করে জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর সাজ্জাদ হোসেনবাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করেন ।