আমি আমাকে হারায় অচেনা পথে,
অজানাকে জানার তীব্র আকুলতা নিয়ে।
আর খোঁজে ফিরি তোমার তুমিতে,
আমার অপূর্ণতার এক আকাশসম
বিশালতার পরিপূর্ণতায়।
আর তুমি খোঁজে ফিরো আমায়,
হারানো স্মৃতির ফ্রেমে বাকরোদ্র অবয়ব হৃদয় অরণ্যে।
আমি খোঁজে ফিরি তোমায়
আমার আমিত্বের বাহুডোরে, হৃদয়ের মাজারে।
আর তুমি খোঁজে ফিরো আমায়,
কনকনে শীতের প্রভাত ফেরীর শিশির ভেজা ঘাসের বুকে নিতিয়ে পড়া শিউলি ফুলের ঘ্রাণে।
আমি খোঁজে ফিরি তোমায়,
এক চিলতে ভালোবাসাময় ভালোবাসায়।
তুমি খোঁজে ফিরো আমায়,
আয়নাবাজির স্বচ্ছ প্রতিচ্ছবির রুপকথার গল্প রাজ্যে।
আমি খোঁজে ফিরি তোমায়,
আমার হৃদয় অরণ্যে চিত্র হরিণের অবয়ব বিচরণে।
তুমি খোঁজে ফিরো আমায়,
ঘরের আঙ্গিনায় দক্ষিণা ঈশান কোণে
তোমারি প্রতীক্ষায় ঠাঁই দাঁড়িয়ে থাকা নব বঁধুর সাজে মেহেদী রাঙা হাতে।