আজ তার সাথে দেখা করতে যাব
ফোনে সব কথা হয়েছে,
আমি কালো শার্ট ও লাল শাড়ি
দুজনকে দুজন চেনার জন্য।
চিত্রা নদীর পাড়ে দেখা হওয়ার কথা
মনে অনেক জল্পনা কল্পনা,
দীর্ঘদিন ফোনে কথা হলেও
আমাদের এই প্রথম দেখা।
দিশেহারা একটি নজর দেখার অপেক্ষায়
নিজেকে মনের মতো করে সাজিয়েছি,
আজ বারবারই আয়না সামনে
গিয়ে নিজেকে দেখছিলাম।
লজ্জায় চোখ দুটো ছোট ছোট দেখাচ্ছে
মনে মনে তার ভাবনায় বিভোর
পিছন থেকে গিয়ে চাপ্টে ধরবো,
কোনরকম নাস্তা শেষ করে
নদীর পাড়ে হাজির হলাম আমি।
ওর জন্য অনেক কিছু কিনেছি
হাতে ব্যাগ গুলো নিয়ে দাঁড়িয়ে
বট বৃক্ষের নিচে
তাকে দেখার তৃষ্ণাটা ভীষণ ভাবে বাড়ছে।
পিছনে তাকাতেই দেখি লাল শাড়ি পরা,
এদিকে ওদিকে উঁকি মারছে
ধীরে ধীরে কাছে এগিয়ে গেলাম
পিছন থেকে গিয়ে তাকে চাপ্টে ধরলাম।
পিছন দিকে ফিরে মিষ্টি হেসে
আমার দিকে দৃষ্টি দিতেই বলল আপনি কে?
আমি বললাম তুমি সজনী?
সে হেসে বলল,না আমি’তো রবিনের বউ।