1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

শফিকুল আলম টিটন’র সময়ের ছড়া “ঝাঁঝ বেড়েছে পিয়াজের”

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪০ ভিউ সময়

ঝাঁঝ বেড়েছে পিয়াজের

শফিকুল আলম টিটন

ঝাঁঝ বেড়েছে বাজার জুড়ে
ঝাঁঝ তো গরুর গোস্ততে,
যখন গেলাম করতে বাজার
আমরা দুচার দোস্ততে ।

ঝাঁঝ বেড়েছে মুরগি ও ডিম
ঝাঁঝ রয়েছে সবজিতে,
কিন্তু অধম গরীব যারা
নেই বল তার কব্জিতে ।

শূন্য পকেট ফাঁকা বুলি
বাজার গরম চড়াতে,
চাঁদাবাজির শেষ হবে কি
খাচ্ছে যে মার মরাতে ।

হরিলুটের এই দেশেতে
দেখার কি আর শেষ আছে ?
কারবারিরা লুট করে আজ
পা নাচিয়ে বেশ আছে ।

বাড়লো শেষে ঝাঁঝের পিয়াজ
একশো থেকেও আড়াইশো,
সিন্ডিকেটের পোয়াবারো
ঘরে বসেই লারাই শো ।।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam