ঝাঁঝ বেড়েছে বাজার জুড়ে
ঝাঁঝ তো গরুর গোস্ততে,
যখন গেলাম করতে বাজার
আমরা দুচার দোস্ততে ।
ঝাঁঝ বেড়েছে মুরগি ও ডিম
ঝাঁঝ রয়েছে সবজিতে,
কিন্তু অধম গরীব যারা
নেই বল তার কব্জিতে ।
শূন্য পকেট ফাঁকা বুলি
বাজার গরম চড়াতে,
চাঁদাবাজির শেষ হবে কি
খাচ্ছে যে মার মরাতে ।
হরিলুটের এই দেশেতে
দেখার কি আর শেষ আছে ?
কারবারিরা লুট করে আজ
পা নাচিয়ে বেশ আছে ।
বাড়লো শেষে ঝাঁঝের পিয়াজ
একশো থেকেও আড়াইশো,
সিন্ডিকেটের পোয়াবারো
ঘরে বসেই লারাই শো ।।