এই শহরে সেই শহরে
নগর বন্দর খুঁজি ফিরে ফিরে
কোথায় আছো,কেমন আছো
জানতে বড় ইচ্ছে করে ।
সেই দিনের সেই দিনগুলি
কি করে বলো, যায় ভুলি
তুমিহীন এজীবন
মরু-মায়া লাগে যখন তখন ।
ফুল ফুটে ফুল ঝরে
অনাদরে অগোচরে
তেমনি ঝরি আমি
বেদনার বালুচরে ।
দিনে হাসি রাতে কাঁদি
একাকী নিথর নিশি
বেদনায় বাজে বাঁশি অশ্রুতে যায় বুক ভাসি ।
জানি না হবে কি আর
শেষ দেখা শেষবার,
পরিচিত স্থান আজো আছে অম্লান ।