1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

কবি সৈয়দা উলফাত’র কবিতা “ঝরা ফুলের ইচ্ছে”

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৯ ভিউ সময়

ঝরা ফুলের ইচ্ছে

সৈয়দা উলফাত

এই শহরে সেই শহরে
নগর বন্দর খুঁজি ফিরে ফিরে
কোথায় আছো,কেমন আছো
জানতে বড় ইচ্ছে করে ।

সেই দিনের সেই দিনগুলি
কি করে বলো, যায় ভুলি
তুমিহীন এজীবন
মরু-মায়া লাগে যখন তখন ।

ফুল ফুটে ফুল ঝরে
অনাদরে অগোচরে
তেমনি ঝরি আমি
বেদনার বালুচরে ।

দিনে হাসি রাতে কাঁদি
একাকী নিথর নিশি
বেদনায় বাজে বাঁশি অশ্রুতে যায় বুক ভাসি ।

জানি না হবে কি আর
শেষ দেখা শেষবার,
পরিচিত স্থান আজো আছে অম্লান ।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam