কক্সবাজার শহরের প্রানকেন্দ্র বাহারছড়ায় এলাকায় মারকাযুত তাহযীব আল-ইসলামীয়া মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে। গত ১০ নভেম্বর বিকাল তিনটায় অনাড়ম্বর এক অনুষ্টানের মধ্য দিয়ে মনোরম পরিবেশে অবস্থিত এ মাদ্রাসাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। দরীদ্র ছাত্র ছাত্রীদের উন্নত আধুনিক মানের শিক্ষা গ্রহনের সুযোগ সহ আরবী ও আধুনিক ধারার সমন্বয়ে পাঠদান, আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থায় ছাত্র ছাত্রী ভর্তি করা হচ্ছে। হেফজ ও নুরানী পদ্ধতিতে আরবীর পাশা পাশি বাংলা,ইংরেজি, বিজ্ঞান ও গনিত বিষয়ে শিক্ষা, ছাত্র ছাত্রীদের শারীরক মানসিক উন্নয়ন আধুনিক ও ধর্মীয় সাংস্কৃতির চর্চা সহ রয়েছে বহুমুখি সুবিধা। নব প্রতিষ্ঠিত এ মাদ্রাসার পরিচালক মোহাম্মদ সায়েম এর সভাপতিত্বে অনুষ্টিত এ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া আরবীয়া ইসলামীয়া, গোরকঘাটা মহেশখালী এর পরিচালক শায়কুল হাদিস হাফেজ মাওলানা আব্দুল গফুর, উপস্থিত ছিলেন- মাদ্রাসাতুল হেদায়া ঈদগাঁও এর পরিচালক,হাফেজ মাওলানা আমীনুর রশীদ, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা এরশাদ উল্লাহ ও ছাত্র অভিভাবক এসএম বদিউল আলম। তার আগে ভর্তিকৃত ছাত্রদের মনোজ্ঞ হামদ নাত ও আরবী ইংরেজি বক্তব্য সবার দৃষ্টি আকর্ষণ করেন। চমৎকার এ আয়োজনে ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুল্লাহ মুহাম্মদ তায়েফ ও মোহাম্মদ তামিমুল হক মাহিম। পরে ছাত্রদের মাঝে পুরুস্কার বিতরন ও মাদ্রাসার জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply