ঢাকা মহানগর উত্তর কমিটির অনুমোদন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্পন্ন।
অফিস ইনচার্জ ও ইউনিভার্সিটি কো-অর্ডিনেটর শেখ শাহানা বাসিরাত এর সমন্বয়ে, সহকারি মহাসচিব সাঈদা সুলতানার সহযোগিতায় উক্ত কমিটি অনুমোদন পেলো।
সমাজ সেবক, ব্যবসায়ী, রাজনৈতিককর্মী এস এম লিয়াকত কে সভাপতি ও নিবেদিত সমাজ সেবক কল্যান কুমার রায় কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়।
৬ নভেম্বর ২০২৩ বিকেল ২ঘটিকায় হিউম্যান এইড এর কেন্দ্রীয় নীতিনির্ধারনী পর্ষদ এর পক্ষে প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন উক্ত কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেন।
হিউম্যান এইড বিশ্বাস করে ঢাকা মহানগর উত্তর কমিটি আন্তর্জাতিক মানের কার্মকান্ড সাধারণ মানুষকে উপহার দেবে ইনশাআল্লাহ। এই কমিটি বাস্তবায়নে পরামর্শ দেন কেন্দ্রীয় নীতিনির্ধারনী পর্ষদের সিনিয়র সদস্য সম্মানিত হাসিনা ইয়াসমিন সুরমা। লালমনিরহাট কো-অর্ডিনেটর এনামুল হক সরকার অতিথি অভ্যর্থনায় অংশ নেন। এর মধ্য দিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হোন স্বনামধন্য মানবাধিকার নেতা সেহলী পারভীন।
এদিকে নবগঠিত ঢাকা উত্তর মহাবগর কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার জেলা হিউম্যান এইড কমিটি।