একরাশ কষ্ট আমার
ভাগ নেবে কি তুমি?
কষ্টগুলো আজব সব
সোনার চেয়েও দামী।
কিছু কষ্ট হাওয়ায় উড়ে
কিছু থাকে পাশে
লাঘব করার ইচ্ছা হলে
ছুটে চলে আসে।
কিছু কষ্ট তোমায় নিয়ে
কিছু আছে একা
রিদয় মাঝে আছে শুধু
যায় না চোখে দেখা।
কিছু কষ্ট দুষ্টু ভীষণ
কিছু থাকে সাথে
দিনের বেলা এদিক সেদিক
ফিরে আসে রাতে।
কিছু কষ্ট পাহাড় সমান
কিছু আবার নদী
বরফ সমান ঝর্ণা ধারা
ছুঁয়ে দেখতে যদি।
Leave a Reply