বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা কারবারিসহ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আটককৃতরা হলো, খুলনা জেলার বটিয়াঘাটা থানার মৃত আহাদ শেখের পুত্র মো. আকরাম শেখ (৩৫) ও মোড়েলগন্জ উপজেলার জিউধরা গ্রামের মো. আলী শেখের পুত্র মারপিটে মামলার আসামি হৃদয় শেখ (২০)। রামপাল থানা পুলিশের এসআই লিটন কুমার বিশ্বাস বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় রামপাল সদরের খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ পিস ইয়াবাসহ আকরামকে আটক করা হয়। ওই সময় চিহ্নিত কিছু সহযোগী দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। সুত্র জানায়, রামপাল থানা পুলিশ তাদের হণ্যে হয়ে খুঁজছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দুই জনকে আটক ও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।#