বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে মাদক, তার চুরিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত চার জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতদের মঙ্গলবার (০৪ অক্টোবর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানা পু্লিশ বুধবার (৩ অক্টোবর) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো, উপজেলার গৌরম্ভা গ্রামের মো. মারুফ শেখের পুত্র তার চুরির অভিযোগে আটক মাসুদ শেখ (৩০), দূর্গাপুর গ্রামের আ. মাজেদের পুত্র সিআর ৩৮/২১ নং মামলার আসামী আব্দুল্লাহ আল মামুন, নদীরহুলা গ্রামের জিআর – ১৯১/২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সবুজ বাড়ই (২০) ও কুমলাই গ্রামের মৃত জাফর আলীর পুত্র আবু জাহিদ (৩২)।
রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল বিভিন্ন অভিযোগে আসামীদের আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।#