সালমা আক্তার কুমিল্লা :
গত ৩ অক্টোবর মঙ্গলবার দাউদকান্দি পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূল কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মহিনুল হাসান ।
প্রতিষ্ঠানের কার্যক্রম ঠিকমতো হচ্ছে কিনা সরেজমিনে পরিদর্শন করেন, এবং প্রতিষ্ঠানের কাজগুলো নিখুঁতভাবে করার উপদেশ দেন,
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান, উপজেলা তাঁতী লীগের সভাপতি রুবেল আহমেদ। তিনি দাউদকান্দি বিশ্বরোড (মডেল মজিদের পাশে) মুক্তিযোদ্ধা মার্কেট, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, থেকে শুরু করে মাদ্রাসা, এতিমখানা, প্রাইমারি স্কুল, ঈদগাহ মাঠ ও দাউদকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন এবং পরামর্শ দেন । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ। তাই আমাদের সবাই মিলে মিশে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।