1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ অপরাহ্ন

ফেইসবুক লাইভে রাবির ভিসি-প্রোভিসিকে নিয়ে যা বললেন ছাত্রলীগ নেত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ ভিউ সময়

 

নিজস্ব সংবাদদাতা, রাজশাহীঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারজানা শশী ফেসবুক লাইভে এসে বলেছেন, ‘আমাদের ভিসি (উপাচার্য) ওয়ান-ইলেভেনের পরীক্ষিত নেতা। এ রকম ভিসি থাকার পরও কেন আপনারা হলের নেত্রীকে কোণঠাসা করতে চাচ্ছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি নেই, তাই? এই সরকারের সময়ে কি কোনো নিয়োগ নেই বিশ্ববিদ্যালয়ে?

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, প্রক্টরিয়াল বডি, প্রক্টর, ভিসি-প্রোভিসি, আপনারা তো সবাই আছেন। আপনারা কথা বলছেন না কেন? আপনারা যদি আমাদের পাশে না থাকেন, তাহলে আপনাদের নিয়োগ দেওয়াটাই শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত।’

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুক লাইভে এসব কথা বলেন ফারজানা শশী। এটি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর তিনি লাইভটি সরিয়ে নেন। এ বিষয়ে জানতে সাংবাদিকরা ফারজানা শশীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

গত বৃহস্পতিবার রাতে রহমতুন্নেছা হল ছাত্রলীগের সভাপতি তামান্না আক্তার ওরফে তন্বীর ছাত্রত্ব শেষ হওয়ার পরও অবৈধভাবে হলে থাকায় তাকে কক্ষ ছাড়ার নির্দেশ দেয় হল প্রশাসন। কিন্তু তিনি হল ছাড়েননি। উল্টো হলের গেটে তালা দেন তামান্নাসহ হল ছাত্রলীগের নেত্রীরা। এর আগে ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ঐশী নামের এক ছাত্রলীগ নেত্রীর রুম সিলগালা করে হল প্রশাসন।

এসব বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা সংবাদ প্রকাশ করায় লাইভে তাঁদের প্রতিও ক্ষোভ ঝেড়েছেন ফারজানা শশী। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে দেখছি, সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল, অনলাইন পোর্টালসহ সব জায়গায় বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে নিউজ দেখা যাচ্ছে। নিউজে এত লাল-নীল-হলুদ রংঢং দিয়ে সাংবাদিকতা করা উচিত নয়। সাংবাদিকতা করবেন, স্মার্ট সাংবাদিকতা করেন।’

সাংবাদিকদের উদ্দেশে ফারজানা শশী বলেন, ‘সাংবাদিকেরা যেভাবে আমাদের পেছনে লেগেছেন, হাঁটতেও ভয় লাগে। একটা যে লিপস্টিক দেব, সেটা দিতেও ভয় হয়। লিপস্টিক দিলেও বলবেন, এই নেত্রীর টাকার উৎস কোথায়? আমার মা-বাবা নাই? একটা লিপস্টিক কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার বাবা-মায়ের নাই? সাংবাদিকেরা কখন কী নিউজ করে দেন, এ ভয়ে মানুষের সঙ্গে একটু জোরে কথা পর্যন্ত বলি না। তাহলে ছাত্রলীগ কী ক্ষতি করল?

যে দল ক্ষমতাই থাকে, তারা একটু সুবিধা পায় উল্লেখ করে ফারজানা শশী বলেন, ‘আপনারা যাকে নিয়ে কথা বলছেন, সে ওই হলের বর্তমান সভানেত্রী। ছাত্রদলের এমন অনেক শিক্ষার্থী ছিল, যাদের ছাত্রত্ব ছিল না। তাও বছরের পর বছর হলে থেকেছে এবং অরাজকতা করেছে। যে দল যখনই ক্ষমতায় থাকুক, তারা একটু সুবিধা পায়ই। এটা স্বাভাবিক।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam