1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

নতুন কর্মসূচি ঘোষণ বিএনপি’র মহাসমাবেশে

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৩৮ ভিউ সময়

 

ফাতেমা আক্তার মাহমুদা ইভা:

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি।
নয়াপল্টনে মহাসমাবেশে শুক্রবার ২৮ জুলাই রাজধানীর তিনি বলেন, ঢাকা শহরের শনিবার ২৯ জুলাই অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
মির্জা ফখরুল বলেন, এখন বক্তব্য দেওয়ার সময় নেই, মাঠে আছি আজকের এই মহাসমাবেশ পরিবর্তনের মাইলফলক। এখন বাংলাদেশ নির্মাণ করতে হবে একটাই লক্ষ্য গণতন্ত্রের বাংলাদেশ। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,আজকের সমাবেশের পর থেকে শেখ হাসিনার সরকারে থাকার কোনো সুযোগ নেই।
ত্যাগ করার প্রস্তুতি নিন যত তাড়াতাড়ি সম্ভব গণভবন ।

আমির খসরু বলেন, দেশের বাইরে কোনো সমর্থন নেই সরকারের। দেশে ও দেশের বাইরে কোনো সমর্থন নেই। সুতরাং পদত্যাগ করুন এখনই। দাবি আদায় না হওয়া পর্যন্ত গণতন্ত্রকামী মানুষ যাবে না।ঘরে ফিরে।

তিনি বলেন, আজ দেশের মানুষ পল্টনে উপস্থিত হয়েছে দখলদার, অবৈধ ও ভোট চোর সরকারকে বার্তা দিতে। গণভবন ত্যাগ করুন এই মহাসমাবেশের মাধ্যমে দেশের মানুষ পরিষ্কার বার্তা দিয়েছে, বিএনপির এই নেতা বলেন, আমাদের মহাসমাবেশ ঘিরে বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই কাজের সঙ্গে জড়িত, তারা সবাই এই সরকারকে সহযোগিতা করেছে। চিহ্নিত করা হচ্ছে তাদের।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam