1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শিশু শিক্ষার্থী ধর্ষক শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২০৫ ভিউ সময়

 

সোহেল রানা, রাজশাহী ব্যুরো:

 

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদ্রাসার ৮ থেকে ১০ বছর বয়সী ৩ শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলায় মাদ্রাসার শিক্ষক মো. সুয়াইবুর রহমানকে (৫৪) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও পাঁচ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইবুনাল। বুধবার (২৬ জুলাই) বিকেল ৪ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল চাঁপাইনবাবগঞ্জের বিচারক নরেশ চন্দ্র সরকার (জেলা ও দায়রা জজ) একমাত্র আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ডিত সুয়াইবুর রহমান জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাইতুন কুরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক এবং মিলিক কলকলিয়া এলাকার মৃত শমসের আলীর ছেলে।

মামলার এজাহার, আদালত সূত্র এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পি.পি) এনামুল হক মারফত জানা যায়, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারী রাতে শিবগঞ্জের কানসাট বাজার এলাকার একটি আবাসিক মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষক ও পরিচালক সুয়াইবুর রহমান মারধরের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তারই মাদ্রাসার ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে। পরের দিন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারী ছাত্রদের নিকট ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে। একই দিন ওই শিশুর মামা বাদী হয়ে শিবগঞ্জ থানায় ওই শিক্ষককে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে সূনির্দিষ্ট আরও ২ জন সহ আরও ৮/১০ শিশু শিক্ষার্থীকে ওই শিক্ষক একই কায়দায় ধর্ষণ করেছেন মর্মে অভিযোগ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাসির একমাত্র আসামী সূয়াইবুরকে অভিযুক্ত করে ২০২২ সালের ১২ মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন।

পরে ১১ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে ট্রাইবুনাল সুয়াইবুর রহমানকে দোষী সাব্যস্ত করে দন্ডাদেশ ঘোষণা করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. আফজাল হোসেন।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam