আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে হাতির তান্ডবের শিকার ছাবের আহমদ রেনু (৭৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে বারখাইন ইউনিয়নের উত্তর হাজিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাবের আহমদ স্থানীয় কবিরের বাপের বাড়ির মৃত আতর আলীর পুত্র। তার তিন ছেলে তিন মেয়ে রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল্লাহ আল নোমান বলেন, বৃদ্ধ ছাবের আহমদ মসজিদে মাগরিবের নামাজ শেষে ঘরে ফেরার পথে বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে বন্য হাতিটি বাঁশখালী থেকে বিলের মাঝখান দিয়ে দেয়াং পাহাড়ে উঠছিল।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাতির হামলায় আক্রান্ত এক বৃদ্ধকে হাসপাতালে এনেছিল। কিন্তু তার আগেই ওই বৃদ্ধের মৃত্যু ঘটেছে।