1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন

নগরীর চন্ডিপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, আহত ২০ জন

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৭৪ ভিউ সময়

 

সোহেল রানা, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ততই সংঘাত বাড়ছে। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্রে করে নগরীর ৭নং ওয়ার্ডের চন্ডিপুর প্রেসক্লাব মোড়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শনিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। তবে খবর রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যাক্ষদর্শিরা জানান, বিকেলে কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন তার সমর্থকদের নিয়ে একটি প্রচার মিছিল বের করেন। একই সাথে প্রচার মিছিল বের করে অপর কাউন্সিলর প্রার্থী রুবেল। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে চন্ডিপুর প্রেসক্লাবের সামনে উপস্থিত কাউন্সিলর প্রার্থী রুবেলের নেতৃত্বে মতিনের প্রচার মিছিলে হামলা চালানো হয়। এসময় কাউন্সিলর প্রার্থী মতিনের সমর্থকরা প্রতিরোধে রুবেলের সমর্থকদের ধাওয়া করে। পরে শুরু হয় দফায় দফায় হামলা। এতে উভয় পক্ষের অন্তত ২০জন সমর্থক আহত হয়।
পরে খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত চন্ডিপুর প্রেসক্লাবের মোড়ে অতিরিক্ত পুলিশষ মোতায়েন ছিল। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিষয়টি নিয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলা হলে তিনি বলেন, পরিস্থিতি শান্ত আছে। সেখানে অরিক্তি পুলিশ মোতায়েন আছে।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam