রাজশাহীর পুঠিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৫ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে এই কাজের উদ্বোধন করেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
এসময় জাতীয় ক্রিড়া পরিষদ এর কনসালটেন্ট মোহাম্মদ মেহেদী হাসান, ওয়ার্ক এসিস্ট্যান্ট নজরুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মালিক মোহাম্মদ নাজমুল হক, প্রজেক্ট প্রকৌশলী রাসেল পারভেজ ও প্রকৌশলী মোহাম্মদ মারুফ উপস্থিত ছিলেন।
জাতীয় ক্রিড়া পরিষদ দপ্তর সূত্রে জানা গেছে, পুঠিয়া সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠটি। আধুনিকায়ন করতে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এ অর্থের মধ্যে একটি দ্বিতল ভবন, প্যাভেলিয়ান, ৩০০ ফিট গ্যালারী, মাঠ সংস্কার, পানি নিস্কাশনের ড্রেন নির্মাণ, বাউন্ডারি ওয়াল ও গেইট সংস্কার কাজ রয়েছে।
আর নির্মাণ কাজটি করবেন ঠিকাদারি প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেড।