1. newsiqbalcox@gmail.com : Somoy Bangla : Somoy Bangla
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

ময়মনসিংহে রিক্সা চালক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন জেলা পুলিশ

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৫৮ ভিউ সময়

 

মমতা বেগম পপি, ময়মনসিংহ :

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, কোতোয়ালী থানাধীন (২২ এপ্রিল ২০২৩) ঈদের দিন ৯/গ ডি এন চক্রবর্তী রোডে রিক্সা চালক হাবিবুর রহমান (৫২), এবং গোহাইলকান্দি পশ্চিমপাড়া রিক্সা চালক সাদেক মিয়া (৩৫),কে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ছুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। উক্ত পৃথক দুইটি ঘটনায় কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়। এবং দ্রুততম সময়ের মধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক উভয় ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করে। গ্রেফতারকৃতরা উক্ত দুইটি হত্যা কান্ডের ঘটনায় জড়িত মর্মে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। নিহত দু্ই জনের পরিবার আর্থিক ভাবে অসচ্ছল। মৃত্যুকালে হাবিবুর রহমান (৫২) স্ত্রী, এক মেয়ে ও পাঁচ জন ছেলে সন্তান এবং নিহত সাদেক মিয়া (৩৫) স্ত্রী, দুই মেয়ে ও একজন ছেলে সন্তান রেখে যান। উপার্জনক্ষম এই দুই ব্যক্তির মৃত্যুতে উভয় পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। এই দুই ব্যক্তির পরিবারের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক মানবিক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় প্রত্যেক পরিবারকে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন

আরো বিভন্ন নিউজ দেখুন
© All rights reserved © 2021 somoybanglatv.com
Theme Customization By Monsur Alam