গত ১৮ এপ্রিল ২০২৩ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মরিচ্যা বাজারের মাংস ব্যবসায়ী মাহাবুবুল আলম ওরফে মাহাবু কসাই রাতে অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস বলে মানুষকে বিক্রি করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। অভিযোগ পেয়ে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই অভিযুক্ত মাহাবুবুল পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসময় ১২০ কেজি ঘোড়ার মাংস জব্দ করে ধ্বংস করা হয়। বিষয়টি জানাজানি হলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে মাহাবুকে একমাত্র আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য এম মনজুর আলম। নেটিজেনদের আলোচনা সমালোচনার মধ্যে কসাই মাহাবুকে আটকে অভিযানে নামে র্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট। পরবর্তীতে বিশ্বস্তসূত্রে অবগত হয়ে র্যাব-১৫ কক্সবাজার সিপিএসসি এর চৌকস আভিযানিক দল অদ্য ১৯ এপ্রিল ২০২৩ খ্রীঃ বিকাল ৪ টার সময় কক্সবাজার জেলার রামু থানাধীন বড়ডেবা এলাকায় অভিযান পরিচালনা করে মাহবুবুল আলম প্রকাশ মাহাবু কসাই’কে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।